NEWS DETAILS


বিপিও সম্মেলনের পার্টনারদের সাথে চুক্তি

June 15, 2016

বিপিও সম্মেলনের পার্টনারদের সাথে চুক্তি

দেশীয় ও আন্তর্জাতিক বাজারে বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও খাতের অবস্থানকে তুলে ধরতে দ্বিতীয়বারের মতো আয়োজিত ‘বিপিও সম্মেলন ২০১৬’ সফল করতে পার্টনারদের সাথে বিপিও সামিটের পক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য) এর সাথে তথ্য ও যোগযোগ প্রযুক্তি অধিদফতরসহ ৬টি ব্যবসায়িক সংগঠনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হয়।

বুধবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সেমিনার হলে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাক্যের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক, কোষাধ্যক্ষ তানভীর ইব্রাহিম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) অধিদফতরের মহাপরিচালক বনমালী ভৌমিক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর পরিচালক এস এম আশ্রাফ আবির, বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি আলী আশফাক, বাংলাদেশ উইমেন ইন টেকনোলজির (বিডাব্লিউআইটি) পক্ষে ফাহমিদা আক্তার, সিটিও ফোরাম বাংলাদেশের সভাপতি তপন কান্তি সরকার, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি রাজিব আহমেদ, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এম এ হাকিম নিজ নিজ সংগঠনের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। আইসিটি অধিদফতরের সাথে চুক্তিতে বাক্য এর পক্ষ থেকে স্বাক্ষর করেন সহ-সভাপতি ওয়াহিদ শরীফ ও অন্যান্য সংগঠনগুলোর সাথে চুক্তিতে স্বাক্ষর করেন বাক্য সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন।

প্রথম সম্মেলনের সফলতার ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো আয়োজিত এই সম্মেলন আগামী ২৮-২৯ জুলাই রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) অনুষ্ঠিত হবে।

নিউজনেক্সটবিডি ডটকম/আরকে/ওয়াইএ

english.BACK_TOP_TOP