PRESS RELEASE


5th BACCO AGM held & New website launched

March 12, 2017

5th BACCO AGM held & New website launched

বাংলাদেশ এসোসিয়েশন অব কল সেন্টার এন্ড আউটসোসিং (বাক্য) এর ৫ম বার্ষিক সাধারণ সভা গত ১২ই মার্চ ২০১৭ রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত হয়। এই সাধারণ সভায় ২০১৫-১৬ সালের কার্যক্রম ও আর্থিক বিবরণী পেশ করার পাশাপাশি বাক্য এর নতুন ওয়েবসাইট এর উন্মোচন করা হয়।
বাক্য সভাপতি আহমাদুল হকের সভাপতিত্বে সভায় কার্যনির্বাহী কমিটির সদস্য জ্যেষ্ঠ সহ-সভাপতি জনাব  মোঃ আবুল খায়ের, সহ-সভাপতি জনাব ওয়াহিদুর রহমান শরীফ, সাধারন সম্পাদক জনাব তৌহিদ হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক জনাব মোহাম্মদ আমিনুল হক, অর্থ সম্পাদক জনাব তানভীর ইব্রাহিম, পরিচালক জনাব সাফকাত হায়দার এবং জনাব তানজিরুল বাসার সহ সংগঠনের সদস্যগন উপস্থিত ছিলেন।
বাক্য সভাপতি ৪র্থ বার্ষিক সাধারন সভার কার্যবিবরণী সভার উপস্থাপন করেন এবং উপস্থিত সদস্যরা এর অনুমোদন করেন। সভাপতির সম্মতিক্রমে সাধারন সম্পাদক তৌহিদ হোসেন ২০১৫-২০১৬ সালের কার্যক্রমের উপস্থাপন করেন এবং অর্থ সম্পাদক তানভীর ইব্রাহিম ২০১৫-২০১৬ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পেশ করেন। সমিতির সদস্যগণ ২০১৫-১৬ সালের কার্যক্রম ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের উপর মতামত পেশ করেন।
সভায় বাক্য কর্তৃক প্রণীত ‘রোডম্যাপ ২০১৫-২০২১’ এর উপর আলোকপাত করা হয় এবং ২০২১ সালের মধ্যে বিপিও ইন্ড্রাস্টির রপ্তাণী ১ বিলিয়ন ডলারে উন্নীত করার দৃঢ় আশা ব্যক্ত করা হয়। সভা শেষে বাক্য এর নতুন ওয়েবসাইট এর উন্মোচন করা হয়।

english.BACK_TOP_TOP