গেল রবিবার, জানুয়ারী ২৪, ২০২১ তারিখে দেশের বিপিও/আউটসোর্সিং শিল্পে একমাত্র কেন্দ্রীয় ব্যবসায়িক সংগঠন হিসেবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) স্বাস্থ্যসেবা এবং ডায়াগনস্টিক সেন্টার ‘প্রেসক্রিপশন পয়েন্ট’ এর সাথে সমঝোতা স্মারক সাক্ষর করে । বাক্কোর কার্যালয়ে অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন বাক্কোর সাধারন সম্পাদক জনাব তৌহিদ হোসেন, ডিরেক্টর জনাব আবু দাউদ খান এবং জনাব ফজলুল হক । প্রেসক্রিপশন পয়েন্ট লিমিটেড এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব আরিফুল বারী মজুমদার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং জনাব আবু হাসান, ডেপুটি ডিরেক্টর । প্রেসক্রিপশন পয়েন্ট লিমিটেড এর সাথে সমঝোতা স্মারক সাক্ষরের ফলে বাক্কোর সকল সদস্য প্রতিষ্ঠানের কর্মকর্তারা কোভিড টেস্ট এর উপর বিশেষ ছাড়ের পাশাপাশি অন্যান্য মেডিকেল সার্ভিসের উপরও ৩৫% ছাড় পাবেন ।