দেশের বিপিও শিল্পের বর্তমান অবস্থা পর্যালোচনা, অগ্রগতি এবং এই শিল্পের ভবিষ্যৎ দিক-নির্দেশনা প্রদানের জন্য গত ২৪ নভেম্বর ২০১৯ তারিখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহ্মেদ পলক ,এমপি বাক্কো সদস্য প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিস লিমিটেড ও মাই আউটসোর্সিং লিমিটেড পরিদর্শন করেন।
বাক্কো কার্যনির্বাহী কমিটি দেশের বিপিও শিল্পের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ করণীয় এবং নতুন উদ্যোক্তা সৃষ্টির জন্য মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে একটি পর্যালোচনা প্রতিবেদন উপস্থাপন করেন । প্রতিমন্ত্রী এ সময় তার দিক-নির্দেশনা, পরিকল্পনা এবং সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
পরিদর্শনকালীন সময়ে তিনি এই শিল্পে আধুনিক কর্মপরিবেশ এবং দেশের তরুণ জনশক্তির কর্মসংস্থানের ব্যবস্থা সম্ভাবনার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন । এ সময় তিনি দুই প্রতিষ্ঠানের কার্যক্রম, কর্মপদ্ধতি এবং প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে আলাপ আলোচনা করেন । বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতে বিপিও শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এই সময়ে বাক্কো সভাপতি- জনাব ওয়াহীদ শরীফ ছাড়াও কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ- সিনিয়র সহ-সভাপতি জনাব আবুল খায়ের, সহ-সভাপতি জনাব তানভীর ইব্রাহীম, সাধারণ সম্পাদক-জনাব তৌহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক- তানজীরুল বাসার, অর্থ সম্পাদক- জনাব আমিনুল হক, পরিচালক- জনাব রাশেদ নোমান , সামি আহমেদ, কম্পোনেন্ট টিম লিডার (আইটি/ আইটিইএস), বাক্কো সচিবালয়ের কর্মকর্তা এবং সদস্য প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন । বিপিও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান পরিদর্শন করে তাদের কার্যক্রমের প্রত্যক্ষদর্শী হবার জন্য এবং এরূপ সক্রিয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মূল্যবান পরামর্শ প্রদানের জন্য মাননীয় প্রতিমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন বাক্কো ।